![]() |
| আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া (ছবি: সংগৃহীত) |
অন্তর্বর্তী সরকার দেশের সব প্রতিষ্ঠান সংস্কার শেষে নির্বাচন আয়োজনের পথে অগ্রসর হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, শুধুমাত্র নির্বাচন বা ভোটের জন্য এতগুলো মানুষের ত্যাগ স্বীকার করা হয়নি।
বুধবার সকাল ৯টা ৩০ মিনিটে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ অডিটরিয়ামে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। এরপর শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
আসিফ মাহমুদ বলেন, আন্দোলনের সময় প্রায় ২ হাজার মানুষ শহিদ হয়েছেন এবং ২০ হাজারের বেশি আহত হয়েছেন। এসব শহিদ ও আহতদের পরিবার সংস্কারের দাবি জানাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের কাজ হবে পরিষ্কার ম্যান্ডেট নিয়ে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের কমিশনগুলো ইতোমধ্যে তিন মাস সময় পার করেছে এবং শিগগিরই প্রস্তাবনা জমা দেবে। পরবর্তীতে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সংস্কার কার্যক্রম শুরু হবে এবং তারপর নির্বাচন অনুষ্ঠিত হবে।
উত্তরবঙ্গের উন্নয়ন বরাদ্দ নিয়ে বৈষম্যের প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, অন্যান্য অঞ্চলে পাকা রাস্তার হার ৪০ শতাংশ হলেও বালিয়াডাঙ্গী উপজেলায় তা মাত্র ৩১ শতাংশ। এই বৈষম্য দূর করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, দ্রুত এই উপজেলা জাতীয় মানে উন্নীত হবে।
শিক্ষার মানোন্নয়নে স্কুল-কলেজে নতুন ভবন নির্মাণ এবং বালিয়াডাঙ্গীতে উন্নত মানের একটি লাইব্রেরি তৈরির জন্য ৫০ লাখ টাকা বিশেষ বরাদ্দের ঘোষণা দেন তিনি।
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অনিয়ম ও নিম্নমানের সরঞ্জাম সরবরাহের কারণে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে জানিয়ে তিনি এসব সমস্যার সমাধানে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
তিনি আরও বলেন, বিগত সরকারের সময় অনেক পৌরসভা প্রয়োজনীয় মানদণ্ড পূরণ ছাড়াই গঠিত হয়েছে। এসব বিষয়ে পর্যালোচনা করে কয়েকটি পৌরসভা বাতিল এবং নতুন পৌরসভা গঠনে কাজ করছে সরকার।
বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনকালে তিনি দুওসুও ও বড়পলাশবাড়ী ইউনিয়নের সংযোগের জন্য ১২০ মিটার দীর্ঘ একটি ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিন। সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস।
আওয়ামী লীগ | আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া | news bangla | নিউজ বাংলা অনলাইন | বাংলা নিউজ

একটি মন্তব্য পোস্ট করুন