পিছু হটলেন ট্রাম্প, চীন ব্যতিক্রম, সব দেশের ওপর শুল্ক সিদ্ধান্ত স্থগিত ৯০ দিনের জন্য

পিছু হটলেন ডোনাল ট্রাম্প, চিন এর ব্যাতিক্রম, আন্তর্জাতিক নিউজ
পিছু হটলেন ট্রাম্প, চিন ব্যাতিক্রম (ছবি: সংগৃহীত)

ওয়াশিংটন, ৯ এপ্রিল: 
বিশ্ববাজারে উত্তেজনা ছড়ানো পালটা শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে আংশিকভাবে সরে এসেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন ছাড়া বিশ্বের প্রায় সব দেশের ওপর আরোপিত বাড়তি শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত ঘোষণা করেছেন তিনি। তবে চীনের বিরুদ্ধে কড়া অবস্থানে অটল রইলেন এই প্রভাবশালী রিপাবলিকান নেতা। চীনা পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ বুধবার দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, “আমি সিদ্ধান্ত নিয়েছি ৯০ দিনের জন্য পালটা শুল্ক স্থগিত করছি। তবে এই সময়ের মধ্যে ১০ শতাংশ হারে শুল্ক কার্যকর থাকবে।” তিনি আরও বলেন, “চীন বিশ্ববাজারের প্রতি যে অসহিষ্ণুতা দেখিয়েছে, তার যথাযোগ্য জবাব দিতে বাধ্য হচ্ছি। এখন থেকে চীনা পণ্যের ওপর শুল্ক ১২৫ শতাংশ হবে, যা আজ থেকেই কার্যকর। আশা করি চীন শিগগিরই বুঝবে, অন্য দেশগুলোকে ঠকানো আর সহ্য করা হবে না।”

শুল্ক সিদ্ধান্তে প্রশংসায় ভাসলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ট্রাম্পের এ সিদ্ধান্তকে “সাহসী ও দূরদর্শী পদক্ষেপ” বলে অভিহিত করেছেন। তিনি জানান, “আমরা বিশ্ববাসীকে স্পষ্ট বার্তা দিয়েছি—যারা আলোচনায় আগ্রহী, তাদের জন্য দরজা খোলা। কিন্তু যারা প্রতিক্রিয়া দেখাবে, তাদের জন্য পালটা ব্যবস্থা থাকবেই।”
বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প যখন পোস্টটি লিখছিলেন, আমি ও বেসেন্ট তার পাশেই ছিলাম। এটা তার প্রেসিডেন্সির অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।”

বাজারে তাত্ক্ষণিক প্রভাব – শেয়ারবাজারে চাঙাভাব

ট্রাম্পের নতুন ঘোষণার পরই ইতিবাচক সাড়া দিয়েছে যুক্তরাষ্ট্রের স্টক মার্কেট।
বিশ্ব অর্থনীতির ওপর চাপ কমার প্রত্যাশায় ডাও জোন্স সূচক একলাফে বেড়ে যায় ২,২০০ পয়েন্ট (৫.৯%)।
এসঅ্যান্ডপি ৫০০ সূচক ৬.৫% এবং নাসডাক ৮% পর্যন্ত বেড়ে যায়।
বাজার বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্পের আগের কঠোর শুল্ক পরিকল্পনায় বাজারে যে ধস নেমেছিল, এই ঘোষণায় তার অনেকটাই পুনরুদ্ধার হয়েছে।

বাংলাদেশও পেয়েছে স্বস্তির নিঃশ্বাস

ট্রাম্পের পালটা শুল্ক নীতির আওতায় বাংলাদেশকেও ৩৭ শতাংশ শুল্কের মুখে পড়তে হয়েছিল। তবে এই সিদ্ধান্ত স্থগিত হওয়ায় কিছুটা স্বস্তি এসেছে দেশটির রপ্তানিকারক ও ব্যবসায়ীদের মধ্যে।
বিশ্বব্যাপী আলোচনার প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস ট্রাম্পকে চিঠি দিয়ে শুল্ক সিদ্ধান্ত সাময়িকভাবে প্রত্যাহারের অনুরোধ জানান। তার আহ্বানেই সম্ভবত এই স্থগিতাদেশ এসেছে বলে ধারণা করা হচ্ছে।

চীনকে ঘিরে জোরাল বার্তা, বাকিদের জন্য আশ্বাস

বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প আসন্ন নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের বাণিজ্য স্বার্থকে প্রাধান্য দিচ্ছেন। অন্যদিকে চীনের ওপর চাপ বজায় রেখে বৈশ্বিক নেতৃস্থানীয় অবস্থানও নিশ্চিত করতে চাইছেন তিনি। তবে বেশিরভাগ দেশের প্রতি নমনীয় অবস্থান নেওয়ায় নতুন করে আলোচনার দ্বার খুলছে বলে অভিমত অর্থনীতিবিদদের।


ট্যাগস: ডোনাল্ড ট্রাম্প, চীন, শুল্ক, যুক্তরাষ্ট্র বাণিজ্য, ট্রুথ সোশ্যাল, শেয়ারবাজার, বাংলাদেশ, আন্তর্জাতিক বাণিজ্য

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন