সাত খুন: লাশ নিতে হাসপাতালে স্বজনদের ভিড়, শিল্প মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন


জাহাজে সাত খুন, হাসপাতালে স্বজনের ভিড়, সংগৃহীত।

চাঁদপুরের মেঘনা নদীতে সারবাহী একটি জাহাজে সংঘটিত সাত খুনের ঘটনায় নিহতদের মরদেহ নিতে চাঁদপুর সদর হাসপাতালের সামনে জড়ো হয়েছেন তাদের স্বজনেরা। এ ঘটনার তদন্তে শিল্প মন্ত্রণালয় চার সদস্যের একটি কমিটি গঠন করেছে।

নিহতদের স্বজন ও হাসপাতাল সূত্র জানায়, সোমবার রাতে সাতটি মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে আনা হয়। আজ মঙ্গলবার ভোর থেকেই স্বজনেরা মরদেহ গ্রহণের জন্য হাসপাতালে ভিড় করেন। তবে ময়নাতদন্ত শেষ না হওয়ায় মরদেহ হস্তান্তর সম্ভব হয়নি।

চাঁদপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ফরিদ আহমেদ আখন্দ বলেন, "রাতে মরদেহগুলো আসার পর আমরা সুরতহাল প্রতিবেদন তৈরি করি এবং আজ সকাল সাড়ে ৯টার দিকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাই। প্রক্রিয়া শেষে পুলিশ মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করবে।"

নিহত জাহাজকর্মী শেখ সবুজের (২৭) ছোট ভাই ও নিহত মাস্টার গোলাম কিবরিয়ার (৬৫) ভাগনে সাদিকুর রহমান বলেন, "আমরা দেখতে পেয়েছি, সবাই একই ধরনের আঘাতে মারা গেছেন। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। আমরা সঠিক তদন্ত ও বিচার দাবি করছি।"

নিহত ইঞ্জিনচালক সালাউদ্দিন মোল্লার (৪০) এক আত্মীয় জাহাঙ্গীর আলম বলেন, "ফেসবুকের মাধ্যমে আমরা এই হত্যাকাণ্ডের খবর পাই। লাশ নিতে এসে বুঝেছি, এটি ডাকাতির ঘটনা নয়। দুর্বৃত্তরা কোনো কিছু নেয়নি। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। চাঁদপুরের নৌপথে চাঁদাবাজির ঘটনা খুবই সাধারণ। যেখানে এই ঘটনা ঘটেছে, সেখানে এই সমস্যা বেশি। সম্ভবত চাঁদাবাজির সঙ্গে জড়িতরা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত।"

মৃত মাজেদুল ইসলামের (১৭) বাবা আনিসুর রহমান সন্তানের মরদেহ দেখে চিৎকার করে মাটিতে পড়ে যান।

এ ঘটনায় একমাত্র বেঁচে থাকা ফরিদপুরের জুয়েল (৩৫) ঘটনার বিস্তারিত বলতে পারবেন বলে জানিয়েছেন স্বজনেরা।

চাঁদপুর নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, "এখনো কোনো মামলা করা হয়নি, তবে প্রক্রিয়া চলছে। জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং নৌ পুলিশ পৃথকভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে। দুপুর নাগাদ ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।"

শিল্প মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, "এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একজন অতিরিক্ত সচিবকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।"

নিউজ বাংলা | News bangla | আজকের খবর | বিডি নিউজ | today news | bangla news

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন