![]() |
| সংগৃহীত |
ভারত থেকে আমদানি করা চালের দ্বিতীয় চালান বাংলাদেশে এসে পৌঁছেছে। শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে ১৬,৪০০ টন চাল বহনকারী দুটি জাহাজ মোংলা বন্দরের জেটিতে ভিড়েছে।
ভারতের ধামরা বন্দর থেকে ৭,৭০০ টন চাল নিয়ে সকালে বন্দরের ৭ নম্বর মুরিং বয়ায় নোঙর করেছে পানামার পতাকাবাহী জাহাজ বিএমসি আলফা। একই সময়ে থাইল্যান্ডের পতাকাবাহী এমভি সি ফরেস্ট কলকাতা বন্দর থেকে ৮,৭০০ টন চাল নিয়ে ভিড়েছে ফেয়ারওয়ে বয়ায়।
জাহাজ দুটির শিপিং এজেন্ট ম্যাঙ্গো শিপিং লাইনসের ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান জালাল বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ৩ ফেব্রুয়ারি থেকে চাল খালাসের কাজ শুরু হবে।
চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক দপ্তর মোংলার সহকারী নিয়ন্ত্রক আব্দুস সোবহান জানান, এটি ভারত থেকে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে মোংলা বন্দরে পৌঁছানো চালের দ্বিতীয় চালান। বন্দরে আসা দুটি জাহাজে মোট ১৬,৪০০ টন চাল রয়েছে। আগামী রোববার চালের নমুনা সংগ্রহ করে পরীক্ষা শেষে সোমবার থেকে খালাস প্রক্রিয়া শুরু হবে।
মোংলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, চুক্তি অনুযায়ী ভারত থেকে বাংলাদেশে তিন লাখ টন চাল আমদানি করা হবে। এর মধ্যে ৪০ শতাংশ চাল মোংলা বন্দরে এবং বাকিটা চট্টগ্রাম বন্দরে খালাস করা হবে।
উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আনা এই চালের প্রথম চালান পৌঁছেছিল গত ২০ জানুয়ারি। সেসময় ভিয়েতনামের পতাকাবাহী এমভি পুথান-৩৬ জাহাজে করে এসেছিল ৫,৭০০ টন চাল।
আজকের খবর| আজকের সংবাদ| বাংলা নিউজ| বিডিনিউজ| today news| Daily news| bd news

একটি মন্তব্য পোস্ট করুন